নিজস্ব প্রতিবেদক
Published:29 Feb 2024, 08:10 PM
আওয়ামী সরকারের পতন নিশ্চিত করতে হবে: আমিনুল হক
ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমেই এ আওয়ামী সরকারের পতন নিশ্চিত করতে হবে উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক কারামুক্ত নেতাদের উদ্দেশ্য বলেছেন, দেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলনের বিকল্প নেই। এ জন্য সকলকে রাজপথে থাকার আহবান জানান তিনি। আজ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক সদ্য কারামুক্ত নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।
আমিনুল হক বলেন, হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আতাউর রহমান, মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএমএ রাজ্জাক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক চেয়ারম্যান বেল্লাল হোসেন, মহানগর কমিটির সদস্য কাউন্সিলর আলী আকবর আলী, আহসান উল্লাহ চৌধুরি হাসান, আলাউদ্দিন সরকার টিপু,আবুল হোসেন আব্দুল, হাফিজুর রহমান শুভ্র, হাজী মো. ইউসুফ, এল রহমান, মাহাবুবুল আলম মন্টু,জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
এছাড়াও ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতাদের মধ্যে, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দেলু,রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার মো. মজিবুল হক, যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এম এস আহমাদ আলী, সদস্য ফরিদ উদ্দিন ফরহাদ, বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল কাদের বাবু, ভাটারা থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সেলিম মিয়া, পল্লবী থানা বিএনপির আহবায়ক কামাল হোসেন খান, যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন হাওলাদার, মোহাম্মদপুর থানাধীন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন, আদাবর থানার ৩০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বিশ্বাসসহ ২৬ টি থানা বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।
কারামুক্ত বিভিন্ন থানার নেতারা গ্রেফতারের পর তাদের উপর নির্যাতনের চিত্রসহ জেলখানায় থাকা অবস্থায় বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগের কথা তুলে ধরে বক্তব্যে বলেন, জেল খানায় অসুস্থ হয়ে পড়লেও আমরা জেলখানা থেকে সহযোগিতা পাইনি। তবে দলীয় ভাবে তাদের পরিবারকে সহযোগিতা করা হয়েছে।
© দিন পরিবর্তন