logo

আজ সড়কে নামছে দূরপাল্লার গণপরিবহন

দিন পরিবর্তন ডেস্ক

Published:24 May 2021, 07:09 AM

আজ সড়কে নামছে দূরপাল্লার গণপরিবহন


করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে দেড় মাসেরও বেশি সময় দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়। অবশেষে সরকার আজ সোমবার (২৪ মে) থেকে দূরপাল্লার গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে। তবে এক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া শর্ত মানতে হবে পরিবহন শ্রমিক ও মালিকদের।

রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে। তবে এই বিধিনিষেধের মধ্যে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন অর্ধেক আসন খালি রাখার শর্তে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান এবং সবধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে।

সরকারের এমন সিদ্ধান্তের পরপরই বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক চিঠিতে সব জেলার বাস মালিকদের সোমবার থেকে দূরপাল্লার গণপরিবহন চালু করার বিষয়টি জানানো হয়।

সংগঠনটি তাদের চিঠিতে জানায়, সরকার নির্ধারিত শর্তে ও স্বাস্থ্যবিধি মেনে বাস চালাতে হবে। মাস্ক ছাড়া কোনো যাত্রী ওঠানো যাবে না। চালক, কন্ডাক্টর, হেলপার, টিকিট বিক্রিতে নিয়োজিত ব্যক্তিকে মাস্ক পরতে হবে। টিকিট কাউন্টারে সামাজিক দূরত্ব মানতে হবে।



© দিন পরিবর্তন