নিজস্ব প্রতিনিধি
Published:03 Feb 2024, 07:56 PM
আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার চোরচক্রের চারজন গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি হতে চুরি যাওয়া মোটরসাইকেল বগুড়ার শেরপুর এলাকা থেকে উদ্ধার এবং মোটরসাইকেল চোরচক্রের চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টায় শেরপুর উপজেলার মহিপুর কলোনী আমিনুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর কলোনীর আব্দুল খালেকের ছেলে আমিনুল ইসলাম (৩৮), গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া জংগলমারা গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ শিহাব (২৩), বগুড়া সদরের ফাঁপোর পশ্চিমপাড়ার আকবর হোসেনের ছেলে শিপন আহম্মেদ (৩৫) ও দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সরদারপাড়ার কাশেম সরদারের ছেলে সবুজ হোসেন (২৭)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাশেজ কুমার চক্রবর্তী জানায়, গত ২০২৩ সালের ১১ মার্চ আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকারোডের মাহমুদ আলীর একটি টিভিএস বগুড়া-হ-১৪-৫৪১৪ নম্বর মোটরসাইকেল তার গুদাম ঘরের সামনে থেকে রাত ৮টায় চুরি যায়। এ ঘটনায় তিনি পুলিশে অবহিত করলে আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার রাতে বগুড়ার শেরপুর মহিপুর কলোনী থেকে প্রথমে আমিনুল ইসলামকে গ্রেফতার ও তার বাড়ি থেকে চোরাই টিভিএস মোটরসাইকেল উদ্ধার করেন। এরপর তার দেয়াতথ্যানুসারে পুলিশ বিভিন্ন অভিযান চালিয়ে অপর আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। পরদিন গতকাল শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
© দিন পরিবর্তন