logo

আবারও বাড়লো এলপিজির দাম

নিজস্ব প্রতিনিধি

Published:02 Jan 2024, 06:55 PM

আবারও বাড়লো এলপিজির দাম


আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ হাজার ৪৩৩ টাকা।

আগে যার দাম ছিল ১ হাজার ৪০৪ টাকা।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে টিসিবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৯ টাকা ৪০ পয়সা সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতিকেজি ১১৫ টাকা ৫৭ পয়সা সমন্বয় করা হয়েছে। সেই সাথে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬৫ টাকা ৭৬ পয়সা সমন্বয় করা হয়েছে।

গত ৩ ডিসেম্বর ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়। একমাসের মধ্যেই সেই দাম বাড়ানো হলো আরও।

 



© দিন পরিবর্তন