নিজস্ব প্রতিনিধি
Published:31 Jan 2024, 02:11 PM
আর্জেন্টিনা দল আসছে এশিয়ায়!
কোপা আমেরিকার আগ পর্যন্ত আর্জেন্টিনার নেই কোনো ম্যাচ। তাই নিজেদের প্রস্তুত করতে আর্জিন্টিনা ফুটবল অ্যাসোসিয়শন তার আগে আয়োজন করছে দুটি প্রস্তুতি ম্যাচ। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে আফ্রিকান দুই দেশ আইভরি কোস্ট ও নাইজেরিয়ার বিপক্ষে। আকাশী-নীলদের দুটি ম্যাচই হবে চীনে।
মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার পরবর্তী দুটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত করেছে।
ম্যাচ দুটি কবে হবে তা এখনো জানা যায়নি। তবে বেশ কিছু আর্জেন্টিনা গণমাধ্যমের দাবি এই বছরের মার্চেই অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। এতে অবশ্য চীনের সমর্থকদের হতাশ কিছুটা হলেও কমারই কথা। কয়েক দিন আগেই ক্রিস্তিয়ানো রোনালদো তার দল আল নাসরের হয়ে এসেছিলেন এখানে প্রীতি ম্যাচ খেলতে। তবে ইনজুরিতে পড়ায় শেষ পর্যন্ত সেই ম্যাচগুলো আর মাঠেই গড়ায়নি।
এবার মেসির আগমণে হয়তো তারা সেই দুঃখ কিছুটা ভুলতে পারবে। আর্জেন্টিনা দল আছে বেশ দারুণ ছন্দেই। বিশ্বকাপ জেতার পরও তাদের মধ্যে জয়ের খুধা কমেনি বন্দুমাত্রও। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে আছে তারা সবার ওপরে। নিজেদের শেষ ম্যাচে তারা হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে।
অন্যদিকে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া ও আইভরি কোস্ট ও আছে ভালো ছন্দে। আফ্রিকান কাপ অব নেশন্স দুই দলই এরই মধ্যে পৌঁছে গেছে শেষ-১৬ তে। যেখানে আইভরি কোস্ট হারিয়েছে শক্তিশালী সেনেগালকে আর নাইজেরিয়া বিদায় করে দিয়েছে ক্যামারুনকে।
© দিন পরিবর্তন