নিজস্ব প্রতিনিধি
Published:02 Feb 2024, 04:30 PM
ইজতেমায় আরো ৩ মুসল্লীর মৃত্যু, মোট মৃত্যু ছয়জনের
গাজীপুর :
গাজীপুরের টঙ্গীতে ৫৭ তম বিশ্ব ইজতেমায় আসা আরো তিন মুসুল্লির হৃদরোগে আক্রান্ত হয়ে এবং শ্বাসকষ্টজনিত রোগে মারা গেছেন। এ নিয়ে ইজতেমার প্রথম পর্বে ছয় জন মুসল্লির মৃত্যু হয়েছে।
মৃত মুসল্লিরা হলেন- জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মতিউর রহমান (৫৫), নেত্রকোণার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা এখলাস মিয়া (৭০) ও ভোলার গোলি গ্রামের নজির আহমেদের ছেলে মো. সাহালম (৬০)।
তাদের মধ্যে মতিউর শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে, এলখাস মিয়া ও সাহালম রাত তিনটায় ইজতেমা ময়দানে মারা যান।
ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি দিন পরিবর্তনকে নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে মতিউর রহমান শ্বাসকষ্টজনিত রোগে আর হৃদরোগে আক্রান্ত হয়ে এখলাস ও সাহালম মারা যান।
© দিন পরিবর্তন