নিজস্ব প্রতিনিধি
Published:22 Jan 2024, 04:31 PM
ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি, সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা
রাসেল হোসাইন , ঈশ্বরদী (পাবনা)
তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় পাঠ কার্যক্রমসহ একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) রাতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। এ শীত মৌসুমে এটিই ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের তথ্য মতে, রোববার (২১ জানুয়ারি) সকালে ঈশ্বরদীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। তবে একদিনের ব্যবধানে সোমবার তাপমাত্রা কমে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শীতের প্রকোপ পুরো সপ্তাহ জুড়ে আরও বাড়তে পারে।
সকাল ৯টায় ঈশ্বরদীর দাশুড়িয়া রেল স্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। অপরদিকে পাবনা-ঢাকা-রাজশাহী মহা সড়কের দুই পাশে ও লোকাল সড়কে পথচারী, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ১৬ জানুয়ারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল কলেজের মত প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।
© দিন পরিবর্তন