নিজস্ব প্রতিনিধি
Published:30 Sep 2023, 04:49 PM
উন্নয়ন অগ্রগতি চলমান রাখার দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নাটোর প্রতিনিধি:
নাটোর সদরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৩০ সেপ্টেম্বর) শনিবার দুপুরের দিকে জেলা উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে “রুখো আমেরিকা রুখো বিএনপি-জামায়াত” স্লোগানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখার দাবীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের মুসলিম ইনষ্টিটিউট শুরু হয়ে নীচা বাজারসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেস ক্লাবের গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পার্টির সাধারন সম্পাদক এ্যাডঃ লোকমান হোসেন বাদল, সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পার্টির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিক ফেডালেশরে আহবায়ক মিজানুর রহমান, কৃষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল করিম, যুব-মৈত্রীর সভাপতি মাহবুব আলম, ছাত্র মৈত্রীর সাবেক সখাপতি বুরবুল আহমেদ প্রমূখ।
এসময় সমাবেশে বক্তারা বলেন, বিএনপি -জামায়াত এর ২০০১-৬ সাল পর্যন্ত জঙ্গবাদের উথান দেখেছি। তারা কিভাবে মানুষকে গাছের সাথে ঝুলিয়ে নির্যাতন করেছে। সেই বিএনপি –জামায়াত আমেরিকার সাথে মিলে মিশে চক্রান্ত করছে। আমরা কোন ভিসা নীতি মানি না। তারা আমাদের কিছুই করতে পারবে না। যারা লুটেরা, যারা কালো টাকার মানূষ, তাদের এসব ভিসা নিয়ে ভাবনার বিষয়।
স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টি চলমান লড়াইয়ে দেশের সকল অস্প্রদায়িক গনতন্ত্রমনা জনগণকে ঐক্যবদ্ধ করে বিএনপি জামাতসহ সাম্রাজ্যবাদী আমেরিকার সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে সাংবিধানিক ধারায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করে দেশের চলমান উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখর আহবান জানান তারা।
© দিন পরিবর্তন