logo

এখন অনেকটাই সুস্থ মিঠুন

নিজস্ব প্রতিবেদক

Published:12 Feb 2024, 12:53 PM

এখন অনেকটাই সুস্থ মিঠুন


বিনোদন ডেস্ক:

ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছেন। উঠে বসেছেন এবং অল্প খাবারও খেয়েছেন এই চিত্রতারকা।

রোববার (১১ ফেব্রুয়ারি) মিঠুন চক্রবর্তীকে ফোন করে তার সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হওয়া ঢালিউড অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এছাড়াও, টালিউড এই তারকাকে দেখতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারসহ বেশ কয়েকজন নেতা-নেত্রী। হাসপাতাল থেকে ফিরে তারা বলেন, খুব শিগগিরই হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বিজেপি এই নেতা।

এর আগে, (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা মিঠুন চক্রবর্তী। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান আরেক অভিনেতা সোহম। প্রাথমিক শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, একটি মাইনর পর্যায়ের স্ট্রোক হয়েছে তার। ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসায় দ্রুত সাড়াও দেন অভিনেতা। রোববার বিকেলে শারীরিক অবস্থার আরও উন্নতি হয়। তবে এখনও বেশ কয়েকদিন তাকে হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত মিঠুন চক্রবর্তী। জাতীয় পুরস্কারসহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ সম্মানও পেয়েছেন তিনি। ‘ডিস্কো ডান্সার’, ‘জং’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘প্যায়ার ঝুকতা নেহি’ ও ‘মর্দ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এই চিত্র তারকার বয়স এখন ৭৩ বছর।



© দিন পরিবর্তন