logo

ওয়ানডে বিশ্বকাপে আর দেখা যাবে না সাকিবকে

দিন পরিবর্তন ডেস্ক

Published:07 Nov 2023, 07:36 PM

ওয়ানডে বিশ্বকাপে আর দেখা যাবে না সাকিবকে


মো. ইলিয়াছ:

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেলেন সাকিব আল হাসান। আঙুলের ইনজুরির কারণে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার। মঙ্গলবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই মধ্য দিয়েই এবারের বিশ্বকাপে আর খেলা হবে না বিশ্ব সেরা অলরাউন্ডারের। এখন প্রশ্ন উঠতে পারে তাহলে কি সাকিব তাঁর ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলে ফেলেছেন? অনেকে মনে করছেন হয়তোবা শ্রীলঙ্কার বিপেক্ষেই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেলেছেন এই অলরাউন্ডার। 

এটা মনে করার পিছনে  রয়েছে যথেষ্ঠ কারন। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এক বেসরকারি টেলিভিশনের ইন্টারভিউতে অবসরের বিষয়ে কথা বলেছিলেন সাকিব। টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি নিজের অবসর ভাবনা নিয়েও জানিয়েছেন সাকিব আল হাসান। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর চিন্তা করছেন তিনি। 

সব ফরম্যাট থেকে একসাথে অবসরের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন সাকিব। তবে তিন ফরম্যাটের খেলা ছাড়বেন একটি একটি করে। সাকিবের কথায়, 'আমি যদি দেখি, আজকে এখন এই অবস্থায় বলছি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলবে। ২০২৪  টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টিকে বিদায় দেবে। টেস্টের অবসর শিগগিরই।'

সাকিবের এই কথায় ধরেই নেওয়া যায় বিশ্বকাপের ইতিহাসে শেষ ম্যাচটা খেলেই ফেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।



© দিন পরিবর্তন