আন্তর্জতিক ডেস্ক
Published:23 May 2021, 10:34 AM
কঙ্গোতে আগ্নেয়গিরি বিস্ফোরণ, শহর ছাড়ছেন স্থানীয়রা
কঙ্গোর নাইরাগঙ্গো পর্বতে আগ্নেয়গিরি বিস্ফোরণের পর পূর্বাঞ্চলীয় শহর গোমা খালি করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় রোববার এ নির্দেশনা দেওয়া হয়।
তবে সরকারের এ নির্দেশনা আসার আগেই শহরটির হাজার হাজার মানুষ নিরাপদে আশ্রয় নেওয়া শুরু করেছেন। শহরটিতে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করেন। খবর বিবিসির।
বিস্ফোরিত আগ্নেয়গিরিটি গোমা শহর থেকে মাত্র ছয় মাইল দূরে। এর আগে ২০০২ সালে এটি বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় প্রায় ২৫০ জন নিহত হন। এছাড়া এক লাখ ২০ হাজার মানুষ বাস্তচ্যূত হয়ে পড়েন। আর ১৯৭৭ সালের বিস্ফোরণে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছিলেন।
কেরিন এমবালা নামে শহরের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বাতাসে সালফারের গন্ধ পাওয়া যাচ্ছে। সামান্য দূরেই পাহাড় থেকে আসা আগুনের শিখা দেখা যায়।
রোববার কঙ্গোর যোগাযোগ মন্ত্রী প্যাটট্রিক মুইয়াইয়া এক টুইট বার্তায় বলেন, গোমা শহরকে খালি করার ঘোষণা কার্যকর করা হয়েছে। সরকার আরও জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করছে।
কঙ্গোর উত্তর কিভু প্রদেশের সামরিক গভর্নর থেকে বলা হয়, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়। কর্তৃপক্ষ কিভু প্রদেশের রাজধানী গোমার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
© দিন পরিবর্তন