logo

কলাপাড়ায় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

Published:02 Feb 2024, 07:58 PM

কলাপাড়ায় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

এক সন্তানের জননীকে শ্লীলতাহানির চেষ্টা ও মারধরের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মিঠাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চরপাড়া গ্রামের নূর ইসলাম মুসুল্লীর মেয়ে রাবেয়া (২২) এমন ঘটনার শিকার হয়েছেন বলে জানা। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর ভাই মো. শহিদুল ইসলাম শুক্রবার সকালে মোকসেদুল ইসলামসহ পাঁচ জনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধু রাবেয়া খাতুন বাবার বাড়ী বেড়াতে গেলে বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হলে ওতৎপেতে থাকা চাচাতো ভাই মোকছেদুল জোরপূর্বক তাকে পাশ্ববর্তী একটি খালি ঘরে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় তার ডাক চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে মোকছেদুলের পরিবারের সদস্য রাকিবুল, আলী আহম্মেদ ও মিনারা বেগম একত্রিত হয়ে তাদেরকে বেধরক মারধর করে। এতে গৃহবধু রাবেয়া খাতুন, তার ভাই শহিদুল ইসলাম, ভাইয়ের স্ত্রী মাহিনুর বেগম ও বাবা নূর ইসলাম গুরুত্বর আহত হন। এরপর স্থানীয়রা তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তী করে।

এঅভিযোগ মোকসেদুল সম্পূর্ন মিথ্যা বলে সাংবাদিকদের জানায়। কলাপাড়া থানার উপ-পরিদর্শক সৈয়দ গোলাম মাওলা জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।



© দিন পরিবর্তন