logo

কাজে যোগদান করেছে কোকোলা ফুডের শ্রমিকেরা

নিজস্ব প্রতিনিধি

Published:23 Jan 2024, 05:08 PM

কাজে যোগদান করেছে কোকোলা ফুডের শ্রমিকেরা


দিনপরিবর্তন প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের মৌচাক এলাকায় কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড নামক একটি কারখানার শ্রমিকেরা কাজে যোগদান করেছে। শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবীতে গত সোমবার (২১ নভেম্বর) ঢাকা টাঙ্গাইল মহসড়কে দিনব্যাপি বিক্ষাভ করেছিলো।

আজ মঙ্গলবার সকাল থেকে শ্রমিকেরা ৮০০০ টাকা বেতন মেনে কাজে যোগদান করেছে। কোকোলা ফুড কারখানার ম্যানেজার সোহরাব হোসেন দিন পরিবর্তনকে এ তথ্য জানান।

সোহরাব হোসেন বলেন, আজ আমাদের শ্রমিকেরা সবাই কাজে যোগ দিয়েছে। ফুড শিল্প খাতে সরকার এখনো বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। তবুও শ্রমিকদের আন্দোলনে আমরা শ্রমিকদেরকে ৬৭০০ টাকা থেকে ৮০০০ টাকা নির্ধারন করেছি। শ্রমিকেরা ৮০০০ টাকার বাইরে আরো সুযোগ সুবিধা পাবে। নতুন শ্রমিক যোগদান করলেই ৮০০০ টাকা পাবেন। পুরাতন শ্রমিকেরা আরো বেশি পাবেন। আমাদের এই কারখানায় ৮০০ শ্রমিক রয়েছে। এছাড়া ক্যাজুয়াল আরো দুই শতাধিক শ্রমিক রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের শ্রমিকেরা আন্দোলনে যাওয়ার কথা নয়। বহিরাগত কিছু লোক আমাদের কারখানার শ্রমিকদেরকে উস্কিয়ে দিয়েছে। পরে শ্রমিকদের সাথে ইট পাটকেল ছুড়াছুড়ি হয়েছে। এতে কারখানার কিছু গ্লাস ভেঙেছে এবং অন্যান্য ক্ষয় ক্ষতি হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুরের শ্রম পরিদর্শক রাজিব চন্দ্র নাথ বলেন, গতকাল সোমবার (২২জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় বেতন বাড়ানোর দাবিতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানার শ্রমকিরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে দেখা গেছে। পরে আন্দোলনরত শ্রমিকেরা কারখানার সামনে দিনব্যাপি অবস্থান করেছে। কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডে শ্রমিক অসন্তোষে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনরত শ্রমিকদের উপর কারখানাটির ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করলেঅনেক শ্রমিক আহত হয়।পরে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারি মহা-পরিদর্শক মোতালেব মিয়া বলেন, কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবীতে আন্দোলন করেছে তিনি বলেন, আমাদের দায়িত্বশীল একজন কর্মকর্তা ঘটনাস্থলে শ্রমিক ও মালিক পক্ষের সাথে সমন্বয় করছেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এ এফ.এম নাসিম দিন পরিবর্তনকে জানান, সকালে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেমেছিল এসময় মহাসড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।



© দিন পরিবর্তন