logo

কালিয়াকৈরে বিষক্রিয়ায় ২ কসাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

Published:02 Mar 2024, 04:04 PM

কালিয়াকৈরে বিষক্রিয়ায় ২ কসাইয়ের মৃত্যু


গাজীপুর :
গাজীপুরের কালিয়াকৈরে বিষক্রিয়ায় দুই কসাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ১) হেলাল উদ্দিন (৪৫), পিতা-আজিবর, সাং-পূর্ব বালিঘাটা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। (২) কাদেরুল(২৮), পিতা-তোফাজ্জল হোসেন, সাং-ঘরের পাড় শিমুলতলী, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর।

শনিবার (০২ মার্চ) বিকাল ৩ টায় কালিয়াকৈর থানা ওসি এ এফ এম নাসিম বলেন, শনিবার দুপুরে বিষক্রিয়ায় মারা যাওয়া ২ কসাইয়ের মরদেহ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন কুমুদিনী হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার ভোররাত ১ টার দিকে হরিণহাটি (সরকারবাড়ি) এলাকায় বিষপানে দুজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছিলো।

স্থানীয়রা জানান, ভোর রাতে কালিয়াকৈর হরিণহাটি (সরকারবাড়ি) দুলাল উদ্দিন সরকার এর বাসার ২ ভাড়াটিয়া দেশিয় মদ পান করে। মদের বিষক্রিয়ায় অসুস্থ হলে তাদেরকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। যে বাড়িতে মারা গেছে সে বাড়ির বাড়িওয়ালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরে জানা যাবে কিভাবে বিষক্রিয়া ঘটনা ঘটেছে, জানান ওসি।



© দিন পরিবর্তন