logo

কালীগঞ্জে কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে ২ দিনের বইমেলা

নিজস্ব প্রতিনিধি

Published:07 Mar 2024, 04:19 PM

কালীগঞ্জে কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে ২ দিনের বইমেলা


কালীগঞ্জ (গাজীপুর) :
গাজীপুররের কালীগঞ্জে মহান ভাষা শহিদদের স্মরণে ২ দিনের বইমেলা শেষ হয়েছে। বুধবার (৬ মার্চ) থেকে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এ বইমেলা শেষ হবে বৃহস্পতিবার (৭ মার্চ)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ।
পরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশিত হয়।

এ সময় স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতা শেষে অতিথিবৃন্দ বই মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক, বঙ্গবন্ধুর জীবনীসহ শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষামুলক বই সমৃদ্ধ অংশ নেয়া ১৮টি স্টল ঘুরে দেখেন।

পরে অংশগ্রহণকারী স্টল থেকে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে ৩টি স্টলকে পুরস্কৃত করা হয়।এছাড়াও কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের ১৭ জন আজীবন সদস্যকে সম্মাননা প্রদান, স্থানীয় ৫ জন বই লেখক, বুক রিভিউ প্রতিযোগিতায় দুইটি গ্রুপে ৬ জন এবং মেলায় উন্মুক্ত আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হয।



© দিন পরিবর্তন