নিজস্ব প্রতিনিধি
Published:22 Feb 2024, 05:15 PM
কালীগঞ্জ হাসপাতালকে ৩শ শয্যায় উন্নীত করা হবে
কালীগঞ্জ (গাজীপুর) :
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি বলেছেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিশ্রæতি দিয়েছিলাম, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে ৫০ শয্যার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩শ শয্যায় উন্নীত করবো। উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডাঃ শাফেয়ী আলমের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনজুর-এ-এলাহী, কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, আরএমও মো. শহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ।
আখতারউজ্জামান আরো বলেন, কালীগঞ্জবাসী যেন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আরো ভালো চিকিৎসা নিতে পারে, সে ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সকল সমস্যা রয়েছে তা পর্যায়ক্রমে অগ্রাধীকার ভিত্তিতে দ্রæত সমাধান করা হবে।
পরে তিনি সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শণ করেন। এ সময় ইউএনও, ওসিসহ হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
© দিন পরিবর্তন