logo

কাল থেকে বাড়ছে গণপরিবহনের ভাড়া

দিন পরিবর্তন ডেস্ক

Published:30 Mar 2021, 12:00 PM

কাল থেকে বাড়ছে গণপরিবহনের ভাড়া


কাল থেকে গণপরিবহনের ভাড়া বাড়ছে ৬০ শতাংশ বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই আদেশ কার্যকর থাকবে ২ সপ্তাহ বলে জানিয়েছে ওবায়দুল কাদের।

গতকাল সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মহাখালীর সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক জরুরি বৈঠকে ভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী ২ সপ্তাহের ১৮ দফা নির্দেশনায় ফের গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেয়া হয়েছে। আর এ কারণে বর্তমান ভাড়ার ৬০ ভাগ বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।



© দিন পরিবর্তন