logo

কিশোরগঞ্জ টিকেট কালোবাজারি চক্রের এক সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

Published:15 Feb 2024, 07:54 PM

কিশোরগঞ্জ টিকেট কালোবাজারি চক্রের এক সদস্য আটক


কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ রেলস্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের চিহ্নিত টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম (৪৫) নামের একজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম ওরফে সাইকুল (৪৫) কিশোরগঞ্জ জেলা সদরের পূর্ব তারাপাশা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

কিশোরগঞ্জ জেলা রেলওয়ে থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই নূর মোহাম্মদ সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে কিশোরগঞ্জ স্টেশন প্লাটফর্মে সাইফুল ইসলাম নামের উক্ত ব্যক্তি ট্রেনের কালোবাজারি টিকিট বিক্রির জন্য ঘুরাফেরা করার সময় উক্ত বিষয়টি রেল স্টেশনে কর্তব্যরত পুলিশ সদস্যদের নজরে আসলে তাকে কিশোরগঞ্জ জেলা রেলওয়ে থানা পুলিশ আটক করে।

এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানার এস আই নূর মোহাম্মদ আরো জানান আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ট্রেনের ২৪টি আসনের বারোটি টিকেট, নগদ ৭৬৭০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ।

এছাড়াও তিনি জানান, আটককৃত সাইফুলের নামে ট্রেনের টিকেট কালোবাজারি করার কারনে ইতি পূর্বে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একাধিক মামলা রহিয়াছে । আটককৃত চিহ্নিত ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের অন্যতম সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধে রেলওয়ে থানায় এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রহিয়াছে।

/এ মামুন



© দিন পরিবর্তন