logo

ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে বাগেরহাটে বর্নাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি

Published:07 Oct 2023, 03:37 PM

ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে বাগেরহাটে বর্নাঢ্য শোভাযাত্রা


 
বিশ্বকাপে অংশগ্রহনকারী বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে বাগেরহাটে বর্নাঢ্য শোভাযাত্রা করেছেন ক্রিকেট ভক্তরা। স্থানীয় ব্যবসায়ী রাজু আহমেদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের নেতৃত্বে শহরের পৌরপার্ক এলাকা থেকে এই শোভযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। 
শুক্রবার বিকেলে রোদ-বৃষ্টির লুকোচুরি উপেক্ষা করে বিশ্বকাপে অংশগ্রহনকারী বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে ক্রিকেট প্রেমিরা উপস্থিত হয় বাগেরহাট শহরর পৌরপার্ক এলাকায়। সেখান থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে শহররক্ষা বাঁধ, ডাকবাংলার মোড়, নাগের বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর পার্কে এসে শেষ হয়। বাংলাদেশের পতাকা ও জাতীয় দলের টি শার্ট গায়ে শোভাযাত্রায় সহস্রাধিক ক্রিকেট ভক্তারা অংশগ্রহন করেন। মোটরসাইকেল, প্রাইভেট কার ও ছাদখোলা পিকআপেও ভক্তদের সরব অংশগ্রহন ছিল। বাজনার তালে তালে বিশাল এই র্যা লীতে ছিল উৎসবের আমেজ। এবার বিশ্বকালে বাংলাদেশ ভালো কিছু করবে এমন প্রত্যাসা তাদের।
র্যা লীতে অংশ নেয়া সাদিয়া সুলতানা বলেন, দেশের প্রতি ভালোবাসা থেকে আজকের র্যা লীতে আসা। তাছাড়া ক্রিকেট তারকা রুবেল হোসেন নিজেই র্যা লীতে উপস্থিত হয়েছেন। নিজেদের দেশ বিশ্বকাপ ক্রিকেটে ভাল কিছু করবে এমন প্রত্যাসা করেন তিনি।
সজিব শিকদার নামের এক ক্রিকেট প্রেমি বলেন, ছোটবেলা থেকেই ক্রিকেটকে ভালোবাসা। ফুটবলে বাংলাদেশ কখনও অংশ নেয়নি। তারপরও কত আনন্দ থাকে। এখন নিজের দেশ অংশ নিচ্ছে এটার আনন্দই আলাদা।
তবে বিশাল এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার রুবেল হোসেন। তিনি প্রথম থেকেই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। সাধারণ ক্রিকেট ভক্তদের উৎসাহ দিতে এবং বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে বাগেরহাটের এই কৃতি খেলোয়ারও শোভাযাত্রায় অংশগ্রহন করেন। 
রুবেল হোসেন বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমার দূর্বলতা ও আন্তরিকতা অনেক বেশি। এবার বিশ্বকাপে আমাদের ভাল করার সম্ভাবনা রয়েছে। আশাকরি আমাদের দল এবার ভাল করবে। নিজ জেলার ক্রিকেট প্রেমিদের সাথে র্যা লিতে উপস্থিত হয়ে তারও ভালো লাগছে বলে জানান এই পেশার।
আয়োজক ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, এবার বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভালবেসেই আমি এই আয়োজন করেছি। আমার আহবানে সারা দিয়ে ক্রিকেট ভক্তরা এসেছেন। জাতীয় দলের কৃতি ক্রিকেটার বাগেরহাটের সন্তান পেসার রুবেল হোসেনও এসেছেন। সবাই খুবই আন্তরিকতার সাথে শোভাযাত্রায় অংশগ্রহন করেছেন। 

 



© দিন পরিবর্তন