logo

খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের হত্যা

আন্তর্জতিক ডেস্ক

Published:29 Feb 2024, 05:33 PM

খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের হত্যা


গাজা শহরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো হয়েছে। একটি বাহিনী গুলি চালালে কয়েক ডজন ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হামলা চালানোর পর মরদেহগুলো ঘটনাস্থলেই পড়ে আছে। ইসরায়েলি বাহিনীর হামলার কারণে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারেনি।

কয়েকদিন থেকেই মরিয়া হয়ে খাবার খুঁজছেন দক্ষিণ গাজাবাসীরা। অপুষ্টি ও অনাহারের অনেকেই পায়ে হেঁটে দক্ষিণ দিকে যাচ্ছেন তারা।

বুধবার ইসরায়েলি বাহিনীর আর্টিলারি হামলায় গাজা শহরের উপকূলীয় আল-রশিদ রাস্তায় খাবারের জন্য অপেক্ষায় থাকা তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু তাই না, কামাল আদওয়ান ও আল-শিফা হাসপাতালে পানিশূন্যতা ও অপুষ্টিতে ৯ শিশুর মৃত্যু হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে ৩০ হাজার ৯৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ হাজার ৩২৫ জন ফিলিস্তিনি।এ দিকে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

/মামুন



© দিন পরিবর্তন