logo

খুলনায় সাত ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

Published:26 Sep 2023, 05:20 PM

খুলনায় সাত ডাকাত গ্রেপ্তার


তিতাস চক্রবর্তী, খুলনা প্রতিনিধি 

খুলনায় ডাকাতির মালামালায় সাত ডাকাতকে পুলিশ আটক করেছে।  এদের মধ্যে সাজাপ্রাপ্ত ও ডাকাতিসহ ১৫ মামলার আসামি রয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম-সেবা) প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান। 
সুত্রগুলি জানায়, শুক্রবার দিবাগত জেলার ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামে পাশাপাশি ২টি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা গৃহকর্তা আবুল হোসেন সরদারের ছেলে রায়হান সরদার (২৭) এবং মো: সাবাজুল মোল্লা (৪০)কে  অস্ত্রের মুখে জিম্মি রেখে ঘরে প্রবেশ করে। এসময় তিনজনের হাত-পা বেঁধে নগদ ২৬ হাজার ১শ’ টাকা, ৪ ভরি ১০ আনা ওজনের ন্বর্ণালংকার ও একটি ভিভো মোবাইল ফোন ডাকাতি করে।
এ ঘটনায়  মো: রায়হান সরদার (২৭) বাদী হয়ে রবিবার ১০/১২ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।  ২৬(০৯)২০২৩ ইং।  ধারা-৩৯৫/৩৯৭ দঃবিঃ। মামলাটি সংশ্লিষ্ট থানার অফিসার ইনর্চাজ পুলিশ পরিদর্শক মো: কনি মিয়া (আই,জি, ব্যাচ প্রাপ্ত) মামলাটি তদন্ত শুরু করেন।
খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন থানা এলাকার অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত যশোরের মাজেদুল সরদার (৩৪)কে উপজেলা এলাকা থেকে মামলার রুজুর দিনই আটক করে পুলিশ। এরপরই আটক করা হয় পাইকগাছার  মো: রফিকুর ইসলাম শেখ (৪২)’কে। আটকদ্বয়ের দেয় তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা এলাকা হতে মো: মোসলেম শেখ (৬০), মো: সাইদুল গাজী (২২), মো: আলমগীর মীর (২৫), মরিয়ম বেগম (২০) ও মো: সিদ্দিক শেখ (৩৫) গ্রেপ্তার করে ডুমুরিয়া থানা পুলিশ। 
একই সময় ৩টি মাস্ক, ৩টি কাটার ২টি লোহার শাবল, ২টি লোহার রড, ৩টি রেঞ্জ জব্দ করে পুলিশের ওই দলটি। জব্দকৃত দেশিয় অস্ত্র দিয়ে ডাকাতি করা হয়েছে বলে পুলিশের দাবী। এছাড়াও একই সময়ে আটককৃতদের দখল থেকে  ৫টি মোবাইল এবং ডাকাতির সময় লুন্ঠিত স্বর্ণ বিক্রয়ের ২৭ হাজার ৮শ’ টাকা, ১টি সোনার আংটি ও ৫টি বালা উদ্ধার করেছে পুলিশ।
প্রেস বিফ্রিংকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ কণি মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



© দিন পরিবর্তন