logo

গঙ্গাচড়ায় পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

Published:28 Feb 2024, 04:03 PM

গঙ্গাচড়ায় পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত


মোঃ সবুজ মিয়া, গঙ্গাচড়া(রংপুর) :

“সোনালী আঁশের সোনার দেশ,পাটপন্যে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে গঙ্গাচড়ায় গতকাল বুধবার পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৯ টি ইউনিয়নের ১৫০ জন চাষীদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচিতে রংপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ,কে,এম মাহবুব আলম বিশ্বাস এর উপস্থিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, উপজেলা ভাইস চেয়ারম্যান রাবিয়া খাতুন,উপজেলা কৃষি কর্মকর্তা(অতিঃ) কৃষিবিদ মারুফা আক্তার প্রমুখ।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রংপুর অঞ্চল কৃষিবীদ সোলায়মান আলী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিজেআর,আই রংপুর কৃষিবীদ শাহাদত হোসেন। উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম’র সঞ্চালনায় বক্তাগণ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটচাষের কলাকৌশল, মাড়াই, সংরক্ষণ ও বিপণনের কলাকৌশল নিয়ে আলোচনা করেন। শেষে প্রত্যেক চাষীকে ১টি করে পাটের তৈরী ব্যাগ,প্যাড,কলম,বই প্রদান করা হয়।



© দিন পরিবর্তন