logo

গত ৮ মাসের মধ্যে ফেব্রুয়া‌রি‌তে সর্বোচ্চ প্রবাসী আয়

নিজস্ব প্রতিবেদক

Published:03 Mar 2024, 07:54 PM

গত ৮ মাসের মধ্যে ফেব্রুয়া‌রি‌তে সর্বোচ্চ প্রবাসী আয়


চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। গত জুন মা‌সে প্রবাসীরা ২২০ কো‌টি ডলার দেশে পাঠিয়েছিলেন।

সোমবার (৩ মার্চ) রেমিট্যান্সের ওপর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ২১০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে রেমিট্যান্স আসে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি এবং ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৯ কোটি ডলার।

২০২২-২৩ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। তার আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার।

/মামুন

 

 



© দিন পরিবর্তন