logo

গুজবে কান দিবেননা : আইজিপি

নিজস্ব প্রতিনিধি

Published:31 Jan 2024, 04:05 PM

গুজবে কান দিবেননা : আইজিপি


গাজীপুর:
বিশ্ব ইজতেমায় এবার ১৫০০০ সদস্য মোতায়েন করেছি। ইজতেমায় বিভিন্ন লিয়ারে, খিত্তায় নিরাপত্তা বাহিনী রয়েছে। বিশ্ব ইজতেমা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।

বুধবার সকাল ১২ টায় বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার),পিপিএম টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন করেন। পরে শহীদ আহ্সান উল্ল্যাহ্ মাস্টার স্টেডিয়াম টঙ্গীতে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমে বিশ্ব ইজতেমা ২০২৪ এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,ইজতেমায় যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশকে ব্রিফিং দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি, চ্যালেঞ্জ আসলে কে কিভাবে কাজ করবে। অত্যাধুনিক প্রযুক্তিসহ সাদা পোষাকে ও পোষাকে পুলিশ কাজ করবে। ভিআইপি আসলে তাদের বিষয়ে বিবেচনা করা হবে। এ নিরাপত্তা শুধু ইজতেমায় নয়, এটা রেল সহ ঢাকা ও গাজীপুর জেলায় বিভিন্ন ইউনিটের সাথে সমন্বয় করা হয়েছে। র্যাব বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এছাড়া বিদেশি মেহমানদের স্বাগত জানাতে প্রস্তুতি গ্রহণ করছে বলে ইজতেমার মুরব্বিগন আমাদের জানিয়েছেন। তাদের ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে আমরা বিদেশি মেহমানদের নিরাপত্তা ব্যবস্থা করেছি। মুসুল্লিদের জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি বলেন, গুজবে কান দিবেন না। একটা গ্রুপ দেশে শান্তি বিনষ্ট করার চেষ্টা করে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। একটা দলে, গ্রুপে বিবেদ সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

এদিকে আজ বুধবার সকাল ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় র‍্যাব'র মহাপরিচালক এম খোরশীদ হোসেন বিশ্ব ইজতেমা মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবেন ও সার্বিক নিরাপত্তা বিষয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করবেন।

তিনি বলেন, বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার সম্ভাবনা নেই। সাইবার পেট্রোলিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছি। তিনি বলেন, দু গ্রুপের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এবার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জোবায়ের ও সাদ পন্হীদের আহবান করেছি, যাতে শান্তি পূর্ণ ভাবে ইজতেমা শেষ হয়।

তিনি বলেন, দু গ্রুপ যদি ইজতেমায় ডিভিশন করে তাহলে কিসের মুসলমান। যদি ডিভিশন করে তাহলে মুসল্লীদের ইজতেমায় আগ্রহ কমে যাবে।

র‍্যাব জানায়, টংগী ইজতেমা শুরায়ী নেজাম ২০২৪ ফেব্রুয়ারি ২,৩ ও ৪ দেশি মুসল্লীদের জন্য ৯৩ টি খিত্তা রয়েছে। নিরাপত্তা বিবেচনায় বিদেশি মেহমানদের খিত্তার নাম তালিকায় দেওয়া হয়নি। সংরক্ষিত খিত্তা রয়েছে ১০১ থেকে ১০৫ খিত্তা। সেনাবাহীনীর পল্টুুন সেতু ৫টা, প্রবেশ পথ ১৪ টা, ওভজারভেশন রুম ১০ টি, হেলিকপ্টার টহল, বাইক টহল, নৌপথে টহল, স্টাইকিং রিজার্ভ ৪ টি, একাধিক চেক পোস্ট, ১ টা চিকিৎসা কেন্দ্র,

প্রসঙ্গত: টঙ্গীর তুরাগ তীরে ৫৭ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে দুই থেকে চার ফেব্রুয়ারী। দ্বিতীয় পর্ব নয় থেকে এগার ফেব্রুয়ারী। ২০১১ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।



© দিন পরিবর্তন