logo

গোপালগঞ্জে দিনভর দুদকের গনশুনানি

নিজস্ব প্রতিনিধি

Published:14 Feb 2024, 03:02 PM

গোপালগঞ্জে দিনভর দুদকের গনশুনানি


গোপালগঞ্জ :
“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”এই স্লোগান নিয়ে গোপালগঞ্জে সেবা বঞ্চিত নাগরিকদের সরাসরি অভিযোগের গনশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশনের আয়োজনে সকাল ১০ টায় জেলা সদরের শেখ ফজলুল মনি অডিটরিয়াম হলরুমে জেলার বিভিন্ন সরকারী দপ্তরের সেবা পেতে হয়রানি বা ঘুষ, দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারন এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের অংশ গ্রহনে এ গনশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মোহাম্মদ জহুরুল হক। অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এই গনশুনানি অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার জনগনের উথ্থাপিত ২৩ টি সরকারী দপ্তরের বিরুদ্ধে ৫৭ টি দূর্নিতীর অভিযোগ শুনে অভিযোগের বিষয় নিয়ে জবাবদিহি করে আগামী ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা দুর্নিতী দমন অফিসের উপ-পরিচালক মোঃ সিফাত উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, জরস্বাস্থ্য পকৌশল অধিদপআতরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফজে আহমেদ, সওজ নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হকসহ জেলার সকল সরকারী দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।



© দিন পরিবর্তন