logo

গৌরনদীতে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

Published:12 Jul 2022, 05:35 PM

গৌরনদীতে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়


পবিত্র ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে বরিশালের গৌরনদীতে বিনোদন কেন্দ্রে দর্শনার্ধীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। বিনোদন কেন্দ্রে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সের ভ্রমণপিপাসু লোকের সমাগম ঘটেছে। স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে ঈদুল আজহার ছুটিতে নারীর টানে বাড়িতে ফেরা বিভিন্ন জেলা ও উপজেলার মানুষদের কাছে বিনোদনের নতুন খোরাক জুগিয়েছে।

গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের প্রত্যান্ত কটকস্থল এলাকায় প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভূমির মতো সাজানো অপূর্ব সব নৈশর্গিক দৃশ্যে ঘেরা বিনোদনমূলক ফারিহা গার্ডেন এন্ড রির্সোস সেন্টার এবং বাটাজোর ইউনিয়নের বাটাজোর শাহী৯৯ পার্কসহ কয়েকটি বিনোদন কেন্দ্রে ঈদুল আজহার ছুটিতে পদ্মা সেতু নতুন মাত্রায় যোগ হওয়ায় রাজধানীসহ জেলা শহর ও বিভিন্ন উপজেলার ভ্রমণপিপাসুরা সপরিবারে ছুটে আসেন প্রকৃতির ছোঁয়া পেতে। বিনোদন কেন্দ্রে গুলোতে আনন্দ উল্লাস করে ভেসে বেড়াচ্ছেন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের দর্শনার্থীরা। এখানে ঈদুল আজহার ছুটি উপভোগ করতে উচ্ছ্বাসের কোনো কমতি ছিল না দর্শনার্থীদের। শিশু-কিশোরদের সঙ্গে বাবা-মা বা আত্মীয়স্বজন ঈদের আনন্দ উদযাপন করতে বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছিলেন।



© দিন পরিবর্তন