logo

ঘুমধুমের পাঁচ ইটভাটা এলাকায় বিপন্ন পরিবেশ

নিজস্ব প্রতিনিধি

Published:20 Jan 2024, 02:23 PM

ঘুমধুমের পাঁচ ইটভাটা এলাকায় বিপন্ন পরিবেশ


মো.আবুল বাশার নয়ন, বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন ঘুমধুম। সবুজ পাহাড় বেষ্টিত এই ইউনিয়নের আজুখাইয়া ফকিরপাড়া, রেজু গর্জনবনিয়া, রেজু আমতলী ও আজুখাইয়া এলাকায় পরিবেশ ও বায়ু দুষন করে চলছে অবৈধ পাঁচ ইটভাটা।

গত তিনমাস ধরে প্রকাশ্যে পাহাড় ও ফসলী জমি কাটা এবং জ্বালানী হিসেবে বনের কাঠ পুড়ানো হলেও সংশ্লিষ্ট প্রশাসন যেন নির্বিকার। ক্ষুব্ধ সচেতন মহল বলছেন, ইটভাটায় পরিবেশ বিধ্বংসী কাজ চালিয়ে নেয়ার জন্য কোন নির্দেশনা নেই। কিন্তু পরিবেশ ও বায়ু দুষণের বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? পাল্টাপাল্টি এমন অভিযোগে প্রশাসন বলছে দূর্গম ও দূরত্বের কথা।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘুমধুম ইউনিয়নে কাছাকাছি এলাকায় অন্তত পাঁচটি অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। আওয়ামী লীগ নেতা খালেদ সরওয়ার হারেজ এর মালিকানাধীন কেআরই, সাজু বড়ুয়ার মালিকানাধীন ডিএসবি, ফরিদ আহমদের মালিকানাধীন বিবিএম, জয়নাল আবেদীনের মালিকানাধীন জেএসবি ও আবুল কালামের মালিকানাধীন কেআরএস নামে এসব ইটভাটার মালিক নিজেদের স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে পরিবেশ বিধ্বংসী কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।

জানতে চাইলে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যানিং মারমা বলেন, ‘অবৈধ ইটভাটায় প্রতিদিন প্রকাশ্যে পুড়ানো হচ্ছে বনের কাঠ। ফসলী জমি ও পাহাড় কেটে তৈরী করা হচ্ছে ইট’।

স্থানীয়রা জানান, গত তিন মাস ধরে জনবসতি এলাকায় পরিবেশ বিধ্বংসী এ কর্মযজ্ঞ চললেও পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যত কোন ব্যবস্থা নিচ্ছেনা। আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুনতে শুনতে ইটভাটা মৌসুম শেষ হয়ে যায়। মাঝেমধ্যে লোকদেখানো অভিযান চালালেও পরদিন পুনরায় কাজ শুরু করেন মালিকপক্ষ।

স্থানীয়দের মতে, ক্ষমতার প্রভাবে ইটভাটার মালিকদের কাছে ‘প্রশাসন নির্বিকার’! প্রশাসনের এক কর্মকর্তা অফ রেকর্ডে (ক্যামরার বাইরে) তাদের অসহায়ত্বের কথা এই প্রতিবেদকের কাছে স্বীকার করেন। ইটভাটাগুলোর মালিকরা উচ্চ আদালতের রিট, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দোহাই দিয়ে চললেও বৈধ কাগজপত্রের প্রশ্নে অনেক ইটভাটা মালিক এড়িয়ে যান।

এই বিষয়ে জানতে সংশ্লিষ্ট একাধিক ইটভাটা মালিকের সঙ্গে যোগাযোগ করা হলেও সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইলের সংযোগ কেটে দেন। তবে সাংবাদিক পরিচয় গোপন রেখে বিবিএম ইটভাটা মালিক ফরিদ আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উচ্চ আদালতে রিট করার কাগজপত্র এই মুহুর্তে তাঁর হাতে নেই। সরেজমিনে গেলে খাতা দেখে তিনি জানাতে পারবেন’।

এদিকে পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটা গড়ে উঠার কথা স্বীকার করলেও কেন ব্যবস্থা নিচ্ছেনা এমন প্রশ্নের জবাবে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরউদ্দিন চৌধুরী বলেন, দূরত্বের কারণে এলাকাগুলোতে তাদের অভিযান চালাতে একটু কষ্ট হচ্ছে। ইটভাটাগুলোর জন্য নিয়মিত মামলা রয়েছে।
শীঘ্রই অভিযান চালানো হবে। অন্যদিকে কোন অবৈধ ইটভাটা মালিকদের সুযোগ-সুবিধা দিচ্ছেনা দাবী করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া জানান, প্রশাসন কোন অবৈধ ইটভাটা মালিককে সুযোগ-সুবিধা দেয়নি। গত বৃহস্পতিবারও অভিযান চালানো হয়েছে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশবাদীদের মতে, উচ্চ আদালত কোন ইটভাটা মালিককে পাহাড় কাটা, জমি কাটা এবং জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর জন্য অনুমতি দেয়নি। জেলা পরিবেশ অধিদপ্তর নিশ্চুপ ভূমিকা পালন করায় ইটভাটা মালিকরা পরিবেশ ধ্বংসের এই সুযোগ নিচ্ছেন।


w



© দিন পরিবর্তন