নিজস্ব প্রতিনিধি
Published:10 Feb 2024, 04:19 PM
চকরিয়ায় মাতামুহুরী নদীর কণ্যারকুমে স্থায়ী বেড়ীবাঁধের দাবীতে মানববন্ধন
সাঈদী আকবর ফয়সাল, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার):
"ত্রাণ চাইনা, টেকসই বেড়ীবাধ চাই" স্লোগানে কক্সবাজারের চকরিয়ায় মাতামহুরী নদীর বিএমচর কণ্যারকুম টার্নিং পয়েন্টে স্থায়ী বেড়ীবাঁধ বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ। ১০ ফেব্রুয়ারী দুপুরে উপকূলীয় সাতটি ইউনিয়নের মানুষের ঘরবাড়ি, ফসলি জমি বাঁচাতে কণ্যারকুম এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তাদের দাবী- বর্ষা মৌসুম শুরুর আগেই পাথরের ব্লক দিয়ে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ করতে হবে। অন্যতায় প্রতি বছরের ন্যায় আবারও কয়েক হাজার একর ফসলি জমি, গ্রামীণ সড়ক ও বসত বাড়ি তলিয়ে যেতে পারে। মানববন্ধনে বক্তব্য রাখেন বি এম চর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইসমাঈল মানিক, ইউপি সদস্য মোহাম্মদ ইউনুচ, মাস্টার মোহাম্মদ হোসেন, কৃষক দেলোয়ার, শহিদুল ও আবু ছামাম সহ এলাকার শতশত কৃষক ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ী ঢলের পানির শ্রুোতে মাতামুহুরী নদীর কন্যারকুম ভেঙ্গে যায়। ভাঙ্গনের পর পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন ইমারজেন্সি বরাদ্দ দিয়ে নয়-ছয় করে কোন রকম মাটির বাঁধ দিয়ে চলে যায়। এভাবে সরকারের অজস্র টাকা নষ্ট হচ্ছে এবং সংশ্লিষ্টরা অনিয়মের মাধ্যমে তা আত্বসাত করছে। তাই এভাবে টাকার অপচয় না করে মাটির বাঁধের সাথে স্থায়ী পাথর ব্লক বসালে উপকূলের ৭ ইউনিয়নের ৪ লক্ষাধিক মানুষ বন্যা থেকে পরিত্রাণ পাবে। শান্তিপূর্ণ বসবাসসহ কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। তাই আমরা ত্রাণ চাইনা, চাই স্থায়ী বেড়ীবাঁধ।
© দিন পরিবর্তন