logo

চট্টগ্রামে আগমন ঘটতে যাচ্ছে তিন নারী এমপির

নিজস্ব প্রতিনিধি

Published:15 Feb 2024, 04:06 PM

চট্টগ্রামে আগমন ঘটতে যাচ্ছে তিন নারী এমপির


শংকর কান্তি দাশ, চট্টগ্রাম :
চট্টগ্রামে আগমন ঘটতে যাচ্ছে তিন নারী এমপির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হতে যাচ্ছেন কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান। ওয়াসিকা আয়শা খান গত দুই মেয়াদে (দশম এবং একাদশ) আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। ওয়াসিকা আয়শা খানের সঙ্গে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন নতুন আরো দুই মহিলা আওয়ামী লীগ নেত্রী। তাঁরা হলেন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনা ও উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ।

১৪ ফ্রেরুয়ারী বুধবার বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারী প্রার্থীর নাম ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ৪৮ প্রার্থীর মধ্য একাদশের সংরক্ষিত আসনের এমপি রয়েছেন কেবল ৭ জন।
একাদশ সংসদের সংরক্ষিত আসনের এমপিদের মধ্যে এবার দ্বাদশ সংসদের জন্য যে ৭ জন আবারো মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান, ফরিদা খানম, অপরাজিতা হক, নাহিদ ইজাহার খান, শবনম জাহান, আরমা দত্ত ও সাবেক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক আতাউর রহমান খান কায়সারের কন্যা ওয়াসিকা আয়শা খান আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে রয়েছেন। একাদশ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

শামীমা হারুণ লুবনা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল্লাহ আল হারুণের মেয়ে।

দিলোয়ারা ইউসুফ চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি। চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্যও তিনি। রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও চসিক (আংশিক) ওয়ার্ডের দায়িত্বে পালন করছেন। তাঁর স্বামী ইউসুফ সিকদার মুক্তিযুদ্ধের সংগঠক।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮জন প্রার্থী চূড়ান্ত করেছে এবং ১৪ ফ্রেরুয়ারী বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারী প্রার্থীর নাম ঘোষণা করেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেবে দলটি।

এদিকে ১৪ফ্রেরুয়ারী সকালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে মতবিনিময় করেছেন। এরপর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভা শেষে বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নারী আসনের জন্য মনোনয়নপত্র নেয়া ১৫৫৩ জনের মধ্য থেকে দলীয়ভাবে মনোনয়নপ্রাপ্ত ৪৮ জনের নাম ঘোষণা করেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে ১৫৫৩ জনের মনোনয়ন ফরম যাচাই–বাছাই শেষে ৪৮টি বেছে নিতে হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার অনুমতি ও সর্বসম্মতিক্রমে ৪৮টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করে।

গত ৬ ফেব্রুয়ারি থেকে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ, যা শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায়। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ হবে ১৪ মার্চ।

সংরক্ষিত নারী আসনে দল থেকে যাদেরকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হয়–তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী থাকেনা। তাই দল থেকে যাদেরকে মনোনয়ন দেয়া হয়–নির্বাচন কমিশন থেকে তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।



© দিন পরিবর্তন