logo

চলে গেলেন ইসি মাহবুব তালুকদার

নিজস্ব প্রতিবেদক

Published:24 Aug 2022, 08:26 PM

চলে গেলেন ইসি মাহবুব তালুকদার


সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার আর নেই।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার দুপুরে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।  হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিকেল সাড়ে ৫টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে তার মরদেহ বারডেমে আনা হলে প্রক্রিয়া শেষে সেখানে রাখা হয়েছে।  পরিবার সূত্রে জানা গেছে, মাহবুব তালুকদারের দুই ছেলের মধ্যে একজন কানাডায় এবং অন্যজন যুক্তরাষ্ট্রে থাকেন।  তারা দেশে ফিরলে মরহুমের জানাজার নামাজ, দাফনসহ আনুষঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তার মেয়ে আইরিন মাহবুব গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে তার অক্সিজেন লেভেল কমে গেলে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।  সেখানে তার বড় ধরনের হার্ট অ্যাটাকের কথা জানান চিকিৎসক।  আইরিন জানান, শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরে তার শারীরিক অবস্থা ভালোই ছিল।  হঠাৎ বুধবার অক্সিজেন লেভেল কমে গেলে তাকে হাসপাতালে নেওয়ার পর সেখানেই দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। 

মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন।  তিনি ঢাকার নবাবপুর হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন।  ঢাকার জগন্নাথ কলেজ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন মাহবুব তালুকদার।  ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন ও মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দেন।  সেসময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলেন।  ১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী তাকে উপসচিবের পদমর্যাদায় রাষ্ট্রপতির স্পেশাল অফিসার নিযুক্ত করেন। 

রাষ্ট্রপতি মুহম্মদুল্লাহর সময়ে তিনি তার পাবলিক রিলেশনস্ অফিসার ছিলেন।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর মাহবুব তালুকদার তার সহকারী প্রেসসচিবের (উপসচিব) দায়িত্ব পালন করেন।  বঙ্গবন্ধুর নির্দেশে তাকে তদানীন্তন ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করা হয়, যা পরবর্তীকালে বিসিএস প্রশাসন হিসেবে রূপান্ততির হয়।

মাহবুব তালুকদার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন।  চাকরি জীবনের শেষ পর্যায়ে তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিবের পদে ছিলেন।  লেখক হিসেবেও পরিচিত ছিলেন মাহবুব তালুকদার।  কবিতা, গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০।  তিনি ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।  তার স্ত্রীর নাম নীলুফার বেগম। এ দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সবচেয়ে আলোচিত কমিশনার ছিলেন মাহবুব তালুকদার।  সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।  গতকাল ইসির যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান শোক বার্তাটি গণমাধ্যমে পাঠিয়েছেন। 



© দিন পরিবর্তন