আন্তর্জতিক ডেস্ক
Published:03 Feb 2024, 03:03 PM
চার মাসে এতিম ১৭ হাজার শিশু
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের চার মাস হতে চললো। হামাস উৎখাতের নামে অবরুদ্ধ উপত্যকার বাসিন্দাদের উপর নির্বিচার হামলা ও অভিযান এখনও অব্যাহত রেখেছে দখলদার সেনারা। প্রায় চার মাসের টানা এ হামলায় মা-বাবা হারিয়ে এতিম হয়ে গেছে ১৭ হাজার ফিলিস্তিনি শিশু; যাদের বেশিরভাগের মুখেই এখনও ঠিকমতো ফোটেনি বুলি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনে ইউনিসেফের যোগাযোগ বিষয়ক বিভাগের প্রধান জোনাথন ক্রিক্স বলছেন, ১৭ হাজার শিশুর এই এতিম হওয়ার হিসাবটি আনুমানিক। কারণ, বিদ্যমান পরিস্থিতিতে প্রকৃত মৃত ও বাস্তুহারার সংখ্যা নির্ধারণ প্রায় অসম্ভব একটি ব্যাপার। তবে, গাজার প্রতিটি শিশুই চরম মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে পার করছে। পরিবার হারিয়ে এবং আহত হয়ে ট্রমায় ভোগা এ শিশুদের মধ্যে ইতোমধ্যে দেখা দিয়েছে ক্ষুধামন্দা। বোমার আওয়াজ শুনলেই ভয়ে কান্না করে উঠছে অনেক শিশু। ঘুম পাড়ানোও যাচ্ছে না বড় ধরনের ট্রমায় আক্রান্ত বহু শিশুকে।
ইউনিসেফের হিসাব বলছে, অন্তত ৫ লাখ ফিলিস্তিনি শিশু যুদ্ধের ট্রমায় ভুগছে। তাদের সবার মানসিক চিকিৎসা প্রয়োজন জরুরি ভিত্তিতে।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলছে, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ২৭ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি তাদের প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে সাড়ে ১১ হাজারের বেশি শুধু শিশু। এছাড়া ৬৬ হাজার ২০০ জনেরও বেশি আহত হয়েছেন এই সময়ে, চিকিৎসা ও ওষুধের অভাবে ভুগছেন যারা সবাই।
© দিন পরিবর্তন