logo

চার ঘন্টা পর উদ্ধার লাইনচ্যুত হওয়া তুরাগ কমিউটার

প্রতিনিধি

Published:17 Jan 2024, 05:23 PM

চার ঘন্টা পর উদ্ধার লাইনচ্যুত হওয়া তুরাগ কমিউটার


গাজীপুর প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ রেলপথের জয়দেবপুর রেল স্টেশনে লাইনচ্যুত হওয়া তুরাগ কমিউটার ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। সকালে ট্রেন চলাচল ব্যহত হওয়াতে দুপুর পর্যন্ত তুরাগ কমিউটারের যাত্রীদের ভিড় দেখা যায় স্টেশনে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে জয়দেবপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে এরপর দুপুর সাড়ে বারোটার দিকে উদ্ধারকাজ সম্পূর্ণ হয়। জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার হানিফ আলি দিন পরিবর্তনকে এ তথ্য জানান।

তুরাগ কমিউটার এর চালক মো. আব্দুর রহমান বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার চার ঘন্টা পর দুপুর বারোটার দিকে উদ্ধার হয়েছে। দুপুর দুইটার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ট্রেনের যাত্রীরা জানায়, সকাল তুরাগ কমিউটার ঢাকা যাওয়ার প্রস্তুতি নেয়। হঠাৎ করে ট্রেন লাইনচ্যুত হয়। কেও কোনো কিছু বুঝতে পারেনি। তবে ট্রেন এর গতি একেবারে কম ছিলো। যার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জয়দেবপুরের রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী দিন পরিবর্তনকে বলেন, ট্রেন চালক লাইনম্যান সিগনাল দেওয়ার আগেই ইন্জিন চালু দিয় যেতে থাকে। এতে ট্রেন লাইনচ্যুত হয়। দুপুর সাড়ে বারোটায় উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে৷

উল্লেখ্য, সকালে ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে গাজীপুর আসে। পরে জয়দেবপুর জংশন থেকে ট্রেনটি আবার ঢাকার দিকে চালানোর জন্য ইঞ্জিন খুলে ট্রেনটির সামনে নিয়ে যাওয়ার সময় জয়দেবপুর জংশন এলাকায় ৪নং লাইনে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এতে ওই ট্রেনটি আর ঢাকা যেতে পারেনি।



© দিন পরিবর্তন