logo

চুয়াডাঙ্গায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্লিনিক ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি

Published:03 Mar 2021, 06:26 PM

চুয়াডাঙ্গায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্লিনিক ভাঙচুর


দুই দিন বয়সী এক নবজাতকের মৃত্যুর ঘটনায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরে মা ক্লিনিকে ভাঙচুর চালানো হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের ওল্টু রহমানের স্ত্রী মনিরা খাতুন রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ছেলে সন্তান প্রসব করেন। পরদিন হঠাৎ কান্না শুরু করে ওই নবজাতক। পরে তাকে নেওয়া হয় মেহেরপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ ডা. হাবিবুর রহমানের আলমডাঙ্গার চেম্বার মা ক্লিনিকে। ডা. হাবিবুর রহমান নবজাতকের চিকিৎসা দেন। মঙ্গলবার বিকেলে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে পাশের কুষ্টিয়া জেলা শহরের ভালো কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে চাইলে বাধা দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। ওইদিন সন্ধ্যায় শিশুটি মারা যায়।


শিশুর বাবা ওল্টু রহমান বলেন, ভুল চিকিৎসা করে ও অন্য চিকিৎসকের কাছে নিতে ক্লিনিক কর্তৃপক্ষ বাধা দেওয়ায় আমার সন্তানের মৃত্যু হয়েছে। সময়মত ভালো চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারলে সে বেঁচে থাকতো।

ক্লিনিক মালিক আনোয়ার হোসেন জালাল অভিযোগ অস্বীকার করে জানান, আমার ক্লিনিকে প্রসূতির অপারেশন বা অপারেশনের পর সেবায় কোনো ত্রুটি হয়নি। ভূমিষ্ঠের পর শিশুটি সুস্থ ছিলো। তারপরও ক্লিনিকে হামলা করা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে ওই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।



© দিন পরিবর্তন