logo

জামালপুরে সর্বজনিন পেনশন স্কীম সংক্রান্ত অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক

Published:09 Sep 2023, 02:48 PM

জামালপুরে সর্বজনিন পেনশন স্কীম সংক্রান্ত অবহিতকরণ সভা


আবুল কাশেম জামালপুর:


দেশের ১৮ বছরের বেশি বয়সী সকলকে স্কীমের আওতায় আনা এবং তারা তাদের ৬০ বছর বয়স হওয়ার পরে আজীবন পেনশন সুবিধা ভোগ করার লক্ষ্যে সরকার ঘোষিত সর্বজনিন পেনশন স্কীম সংক্রান্ত জামালপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।
 জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা সেলিম মিয়া, সংস্কৃতি কর্মী তারিকুল ফেরদৌস, সিঁড়ি সমাজ কল্যাণ সমিতির সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধীক প্রতিনিধি অংশ নেন। 

সভাসূত্রে জানা যায় প্রথম পর্যায়ে প্রগতী, সুরক্ষা, সমতা এবং প্রবাসী স্কীম চালু হয়েছে। সভায় সর্বজনিন পেনশন স্কীম ব্যপক ভিত্তিতে চালু করার জন্য প্রচারণা কার্যক্রম জোরদার করা, বেসরকারি সংস্থা, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধিসহ মাঠ পর্যায়ে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।



© দিন পরিবর্তন