নিজস্ব প্রতিনিধি
Published:23 Sep 2023, 05:11 PM
জামিনে বের হয়ে নিখোঁজ মানসিক রোগী
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরাণীগঞ্জে মানসিক রোগী খাজা আরমান কাদিরের সন্ধান ও তার সম্পদ রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন তার বড় ভাই বুলবুল কাদির। শনিবার সকালে কালিন্দির তার নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন।
বুলবুল কাদির বলেন, আমার ছোট ভাই খাজা আরমান কাদির দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। ২০১৮ সালের ৬ অক্টোবর একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে সে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল। ওই অবস্থায় তার স্ত্রী আফসানা বেগম তাকে ছেড়ে চলে যায়। সম্প্রতি কারাগারে গিয়ে জানতে পারি চলতি বছরের ১০ এপ্রিল বুলবুল কাদির জামিনে মুক্ত হয়ে চলে গেছে। স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারি- আদালতের অনুমতিক্রমে সরকারি মানসিক হাসপাতালে খুনের অভিযোগে অভিযুক্ত খাজা আরমান কাদিরের স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল বোর্ড তাকে মানসিক রোগী হিসেবে রিপোর্ট দেয়। আদালত তাকে 'মানসিক রোগী' বিবেচনায় জামিন দেয়। কিন্তু সে বাড়িতে আসেনি। অদ্যাবতি তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, খাজা আরমান কাদিরের নাবালক ২ কন্যা ও ১ ছেলে রয়েছে। খাজা আরমান কাদিরদের নামে কয়েক কোটি টাকার জমি রয়েছে। তিনি অভিযোগ করেন, নাবালক সন্তানদের বঞ্চিত করে খাজা আরমান কাদিরের স্ত্রী যে কিনা তার দু:সময়ে তাকে ছেড়ে চলে গিয়েছে সেই আফসানা বেগম একটি ভূমিদস্যু চক্রের সঙ্গে হাত মিলিয়ে ওই জমি বিক্রির পায়তারা করছে। আমাদের ধারনা, জামিনে মুক্ত হওয়ার পর আরমান কাদিরকে তার স্ত্রী আফসানা বেগম কোথাও আটকে রেখেছেন। পাশাপাশি তার সম্পদ বিক্রির পায়তারা করছেন।
আরমান কাদিরের সন্ধান ও সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।সংবাদ সম্মেলনে ভাগ্নি অনিলা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আফসানা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।
© দিন পরিবর্তন