নিজস্ব প্রতিনিধি
Published:23 Jan 2024, 03:15 PM
জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ ও মানববন্ধন
সাভার (ঢাকা)
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, সেবাদানকারীদের উপর হামলা, সরকারী গাড়িতে অগ্নিসংযোগ, এম্বুলেন্স, জরুরী বিভাগ সহ সরকারী স্থাপনায় ভাঙচুর ও বিনষ্ট করণের প্রতিবাদে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.সায়েমুল হুদার নেতৃত্বে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিবলী জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী, চিকিৎসকগ, নার্সসহ কর্মরত সকল পর্যায়ের ব্যক্তিবর্গ । এ সময় সায়েমুল হুদা বলেন,সিলেট জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের শাস্তির দাবি জানান এবং হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানাই।
© দিন পরিবর্তন