নিজস্ব প্রতিনিধি
Published:25 Jan 2024, 03:55 PM
টঙ্গীবাড়ীতে ৩০০ হেক্টর জমিতে সরিষা আবাদ, বাম্পার ফলনের স্বপ্ন বুনছেন কৃষক
নাজমুল ইসলাম পিন্টু, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সরিষায় বাম্পার ফলনের আশায় স্বপ্ন বুনছেন কৃষকরা। উপজেলায় প্রায় ৩০০ হেক্টরের বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে এ বছর। পুরো উপজেলার মধ্যে হাসাইল- বানারী ইউনিয়নে প্রায় ১৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা
হয়েছে। এ বছর এ উপজেলায় ২৩০ হেক্টর জমিতে সরিষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এ বছর লক্ষ্য মাত্রার চেয়ে
বেশি জমিতে সরিষার চাষ করা হয়েছে লোকসানের হাত থেকে বাঁচার জন্য।
উপজেলা কৃষি কর্মকর্তারা চাষিদের বিকল্প ফসল হিসাবে সরিষা চাষাবাদ করতে পরামর্শ দেয়। তাদের পরামর্শে এ বছর কৃষকরা সরিষা চাষের উপরে ঝুঁকছে। এ ছাড়া তৈল এর দাম বৃদ্ধি থাকার কারণে ব্যাপক সারা ফেলেছে কৃষকদের মাঝে।
স্থানীয় কৃষক আকাশ জানান, মাঠ পর্যায়ে কৃষি কমকর্তা আমাদের সরিষা চাষাবাদের জন্য উৎসাহ দিয়ে আসছে। এতে করে আমাদের সরিষা চাষের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এখনও
উপসহকারী কৃষি কমকর্তা নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন।
হাসাইল- বানারী ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, আমরা কৃষকদের কে পরামর্শ দিচ্ছি কৃষকরা যেন ভালোভাবে ফসল পরিচর্যা করে তবেই ভালো ফলন পাওয়া যাবে। উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার বলেন, এবছর আবহাওয়া খুবই সুন্দর তাই যাহারা সরিষা আবাদ করেছে। আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি প্রতিটা জমিতে সরিষা ফলন ভালো হয়েছে। কৃষকরা যাতে ভালো ফলন পায় সেই লক্ষে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি।
সরিষার ব্যাপক পরিমাণ এ চাষাবাদ হয়েছে। এ বছর যদি কৃষক সরিষার ভাল দাম পায় তা হলে সামনের মৌসুমে আরে অধিক জমিতে চাষের সম্ভাবনা রয়েছে। এই মৌসুমে হাসাইল-বানারী ইউনিয়নে কৃষি প্রণোদনা হিসেবে সরিষা বীজ ও সার ২৫০ জন কৃষকদের দেওয়া হয়।
© দিন পরিবর্তন