logo

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দিন পরিবর্তন ডেস্ক

Published:30 Mar 2021, 12:07 PM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আজ মঙ্গলবার হ্যামিল্টনের ম্যাকলিন পার্ক থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস ও জিটিভি।

এদিন দুই দলেই একটি করে পরিবর্তন করা হয়েছে। কিউইদের হয়ে লোকি ফার্গুসনের বদলে জায়গা পেয়েছেন অ্যাডাম মিলনে। অন্যদিকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হয়েছে। দলে সুযোগ করে নিয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ।

এর আগে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ এবং প্রথম টি-টোয়েন্টিসহ মোট চারটি ম্যাচেই টসে হেরেছিল টাইগাররা। সফরের পঞ্চম ম্যাচে এসে প্রথম টস জিতল টাইগাররা।

হ্যামিল্টনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬৬ রানে হারায় কিউইরা।

হ্যামিল্টনে প্রথমে ৩ উইকেটে ২১০ রান তোলে ব্ল্যাকক্যাপসরা। জবাবে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ রিয়াদের দল।

 

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্রাইল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোদি, হ্যামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।



© দিন পরিবর্তন