logo

টাঙ্গাইলে সড়ক ও রেলপথে দুর্ঘটনায় ৬জন নিহত

নিজস্ব প্রতিনিধি

Published:03 Feb 2024, 08:04 PM

টাঙ্গাইলে সড়ক ও রেলপথে দুর্ঘটনায় ৬জন নিহত


টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলে বাস-ট্রেন ও ড্রাম ট্রাকের ধাক্কায় ৬ জনের মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইলে ড্রাম ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১জন ও কালিহাতীতে বাস অভার টেকিং করতে গিয়ে ১ জন এবং কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে ৩জন সহ মোট ৬জনের মৃত্যু হয়েছে। জেলার ঘাটাইল উপজেলায় মাটি ভর্তি ড্রাম ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে টিটু খাঁ (৬০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। শনিবার(৩ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত টিটু খা লোকের পাড়া ইউনিয়নের মৃত হিটলার খার ছেলে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তাদের এক আত্মীয়র জানাযা নামাজে শরিক হতে একটি অটো গাড়িতে করে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হয়ে দিঘলকান্দী ইউনিয়নের সালেংকা মোড়ে পৌছালে মাটি ভর্তি ড্রাম ট্রাকের সাথে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোগাড়ির দুই যাত্রী আহত হন। আহতরা হলেন লোকের পাড়া গ্রামের সাইফুল ইসলাম (৬৫) ও একই গ্রামের গৃহবধু নুরজাহান(৭৫)। স্থানীয়রা সাইফুলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও নুরজাহানকে টাঙ্গাইল শেখহাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

এসময় চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, জেলার কালিহাতীতে হানিফ পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভ্যানে ধাক্কা দেয়। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের দুই আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল জানান। নিহতরা হলেন- ওই উপজেলার গোহালিয়াবাড়ী এলাকার শুকুর মণ্ডলের ছেলে ও ভ্যান চালন সাত্তার (৪০) এবং কুর্শাবেনু এলাকার আব্দুল হক খানের ছেলে ও কাঁচামাল ব্যবসায়ী মমিন (৩৭)।

স্থানীয়দের বরাতে এসআই নাজমুল বলেন, ওই উপজেলার গোহালিয়াবাড়ী থেকে ভ্যানে করে কাঁচামাল নিয়ে হাটে যাচ্ছিলেন মমিন। “এ সময় হানিফ পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি জব্দ করা গেলেও চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।”

অপরদিকে, শুক্রবার রাতে কালিহাতী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আনালিয়াবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ে। বাসটি মেরামতের সময় যাত্রীরা মহাসড়কের পাশে রেললাইনে হাঁটাহাঁটি করছিল। কিছুক্ষণ পরে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আনালিয়াবাড়ী এলাকা পার হচ্ছিল। এ সময় ট্রেনটির নিচে কাটা পড়ে শিশুসহ তিনজন মারা যায়।

নিহতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার আলাউদ্দিনের ছেলে রতন মিয়া (২৭) ও তার ছেলে সানি (৬) এবং রাজশাহীর বেলপুকুরের মাহিন্দ্রা গ্রামের আলম মণ্ডলের ছেলে শরিফ (৪০)। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এদিকে, খবর পেয়ে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 



© দিন পরিবর্তন