নিজস্ব প্রতিনিধি
Published:27 Feb 2024, 05:39 PM
টয়লেটে এসএসসি পরীক্ষার উত্তরপত্রের লুসসীট
নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) :
কর্তৃপক্ষের কতটুকু দায়িত্ব পালনে অবহেলা ও নিয়মনীতির তোয়াক্কা না থাকলে চলতি এসএসসি পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন ও পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রের লুসসীট কেন্দ্রের টয়লেটে পাওয়া যায় তার প্রমাণ রাখলো নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়টিতে চলতি এসএসসি পরীক্ষায় ব্যবহারযোগ্য অতিরিক্ত লুসসীট টয়লেটে দেখতে পাওয়ার বিষয়টি জানান পরীক্ষায় দায়িত্ব পালনরত নাগেশ্বরী থানা পুলিশ সদস্য মোঃ রুবেল আহমেদ। শুধু তাই নয়- এদিন কেন্দ্রটির ৯ নম্বর কক্ষ থেকে পরীক্ষার পরপরই পরিত্যাক্ত অবস্থায় ১১ টি লুসসীট উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রুপ কুমার। ২৭ ফেব্রুয়ারি এমন ঘটনাটি ঘটে নাগেশ্বরীর আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে।
টয়লেটে লুসসীট পাওয়ার বিষয়ে পুলিশ সদস্য মোঃ রুবেল আহমেদ বলেন - পরীক্ষা চলাকালীন পরীক্ষা শেষ হওয়ার ৪০ মিনিট পূর্বে আমি একবার টয়লেটে গিয়েছিলাম তখ ন ওই টয়লেটে লুসসীট দেখতে পাইনি। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পর আর টয়লেটে গেলে সেখানে টয়েলেটে প্যানের উপর পরিত্যক্ত ময়লাযুক্ত আধা ভেজা লুসসীট দেখতে পাই। অপরদিকে স্মার্ট ফোন রাখার অপরাধে কেন্দ্রের কক্ষ পরিদর্শক বেরুবাড়ি খেলারভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফি মোল্লাকে তার দায়িত্ব থেকে বহিষ্কার প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সে সাথে ৯ নং কক্ষে দায়িত্ব পালনে অবহেলার কারণে হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহছেনা বেগম ও সাপখাওয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফা বেগমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। টয়লেটে অতিরিক্ত উত্তরপত্র পাওয়ার বিষয়টি জোর গলায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মোশাররফ হোসেন। তিনি বলেন- আমার কেন্দ্রে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আশিক আহমেদ জানান- স্মার্ট ফোন রাখার অপরাধে অপরাধী শিক্ষককে তার দায়িত্ব থেকে বহিস্কার ও ৯ নং কক্ষে যে শিক্ষক দায়িত্বে ছিল তাদের দায়িত্ব পালনে অবহেলার কারণে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
© দিন পরিবর্তন