logo

ডেঙ্গুতে আজ ৯ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২৬১৭ জন

নিজস্ব প্রতিবেদক

Published:05 Oct 2023, 07:25 PM

ডেঙ্গুতে আজ ৯ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২৬১৭ জন


দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম পাঁচ দিনেই এডিস মশাবাহিত রোগে মারা গেলেন ৬৬ জন। আর চলতি বছর দেশে ডেঙ্গুতে ১ হাজার ৫৫ জনের মৃত্যু হলো।

 আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় পাঁচজন ও ঢাকার বাইরে চারজন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৬১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৬ হাজার ৮৬৪ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৬ হাজার ৪৯৩ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩০ হাজার ৩৭১ জন রয়েছেন।

আরও পড়ুন
দেশে ডেঙ্গুর টিকার প্রয়োগে নাইট্যাগের পরামর্শ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। তখন ডেঙ্গু চিকিৎসা ও ব্যবস্থাপনা অনেকের কাছে নতুন ছিল। ওই বছর ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়।
এরপর প্রতিবছর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কোনো কোনো বছর মৃত্যু হয়েছে। তবে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হলেও মৃত্যুর কোনো তথ্য নেই।

করোনা মহামারির আগের বছর; অর্থাৎ ২০১৯ সালে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছিলেন, মারা যান ১৭৯ জন। আইইডিসিআরের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। আর এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৫৫ জন।



© দিন পরিবর্তন