logo

ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

Published:29 Feb 2024, 05:23 PM

ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


ডোমার (নীলফামারী) :
উপজেলা পর্যায়ে সম্প্রীতি স্থাপন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে নীলফামারীর ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইমামদের কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ।

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি সোলায়মান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোসলেহুদ্দীন শাহ কোরাইশী প্রমুখ।

উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হোসাইনী সুফী।

এছাড়াও সামাজিক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমামবৃন্দ উপস্থিত ছিলেন।



© দিন পরিবর্তন