logo

ডোমারে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিনিধি

Published:07 Mar 2024, 04:47 PM

ডোমারে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ


ডোমার (নীলফামারী) :
১৯৭১ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে ঐতিহাসিক ৭ই মার্চে ভাষণ প্রদান করেন। সেখানে তিনি বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। মূলতঃ এই ভাষণটিই ছিল- মহান স্বাধীনতার অগ্রিম সবুজ সংকেত। এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় নীলফামারীর ডোমারে উদযাপিত হয়েছে। দিনের শুরুতেই আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ই মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরালে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ, ক্ষমতাসীন দল আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিকদল, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুস্পমাল্য অর্পনে এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শমশের আলী, পৌর কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আ"লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আল-আমিন রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



© দিন পরিবর্তন