নিজস্ব প্রতিবেদক
Published:29 Feb 2024, 05:09 PM
ঢাবি উপাচার্যের বাংলো থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাংলো থেকে নবজাতকের লাল কাপড়ে মোড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন দেয়ালের পাশ থেকে সাদা ব্যাগে কাপড়ে মোড়ানো অবস্থায় এটি উদ্ধার করা হয়।
ভিসি বাংলোর কেয়ারটেকার মোজাম্মেল হক বলেন, হঠাৎ দেয়ালের অপর পাশের রাস্তা থেকে কিছু ফেলার শব্দ পান পরিচ্ছন্নতা-কর্মীরা। তারা এগিয়ে গিয়ে একটি সাদা ব্যাগ দেখতে পান। প্রথমে তারা বোমা বা অন্যকিছু ভাবলেও লাঠি দিয়ে দিয়ে একটু খুলেই লাল কাপড়ে মুড়ানো নবজাতকের মাথা দেখতে পান। পরে আমাকে খবর দিলে আমি পুলিশকে খবর দিই। তারা এসে মরদেহ নিয়ে গেছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহবাগ থানা পুলিশ একটি নবাজতকের মরদেহ নিয়ে আসে। মরদেহটি মর্গে রাখা আছে। সিসিটিভি ফুটেজ দেখে বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
/মামুন
© দিন পরিবর্তন