logo

তালতলীতে চেতনা নাশক ঔষধ খায়িয়ে ঘর চুরি

নিজস্ব প্রতিনিধি

Published:01 Apr 2024, 05:28 PM

তালতলীতে চেতনা নাশক ঔষধ খায়িয়ে ঘর চুরি


মোঃ কবির হোসেন, তালতলী (বরগুনা) :

বরগুনার তালতলীতে রাতের খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে রাখে একটি চোর চক্র ঐ খাবার খেয়ে স্বামী স্ত্রী যখন অচেতন হয়ে পরে তখন তাদের সর্নালঙ্কার টাকা পয়সা সহ সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। সকালে প্রতিবেশিরা এসে দেখে তারা অসুস্থ হয়ে পরে আছে । এর পরে আত্তিয়ো স্বজনরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে চুরির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধচক্র খাবারের সাথে কোন এক সময় চেতনা নাশক ঔষধ মিশিয়ে রাখে ভোর রাতে সেহরিতে ওই খাবার খেয়ে
মো.জাফরুল্লাহ হামিদ( ৫০) ও তার স্ত্রী (সাবেক) ইউপি সদস্য সেলিনা আক্তার ইভা অসুস্থ সচেতন অবস্থায় বাসায় পড়ে থাকেন। ওরে সকাল দশটার দিকে প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করে এবং অচেতন অবস্থায় দেখতে পায়। দ্রুত তাদেরকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসা জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অচেতন জাফরুল্লাহ হামিদের ছোট ভাই সাংবাদিক কাউসার হামিদ বলেন, আমার বড় ভাইয অসুস্থ হয়ে পড়ার পর বাড়িতে চুরি সংঘঠিত হয়েছো। এসময় নগদ অর্থ ও স্বর্নালংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম খান জানান, সেহরির খাবার খেয়ে ২ জন অসুস্থ হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে তবে এ অসাধু চক্রকে ধরতে চেস্টা চালাচ্ছে পুলিশ।গতকাল একটি চোর চক্রকে ধরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



© দিন পরিবর্তন