নিজস্ব প্রতিনিধি
Published:20 Feb 2024, 05:27 PM
তাহিরপুরে বাদাঘাট পুলিশ ফাঁড়িতে হামলা
তাহিরপুর (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে উত্তেজিত জনতা। এমন খবর পাওয়া গেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২টার সময় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটেছে।
তথ্য মতে জানা যায়, উপজেলার বাদাঘাট বাজার জামের মসজিদের সামনে,ওয়াজমাহফিলের আয়োজন করে জনতা । উক্ত ওয়াজমাহফিলে রাষ্ট্র বিরোধী বক্তব্য রাখা যাবে না,বা উস্কানিদাতা বক্তা বক্তব্যে দিতে পারবেন না মঞ্চে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এমন খবর শোনে আগত বক্তা রফিকুল ইসলাম মাদানি, আসার পথ থেকেই ফিরে যান। আর আয়োজকরা মাহফিল মঞ্চে ঘোষণা করেন, আইননি জটিলতার কারণে শিশু বক্তা চলে গেছেন। এমন খবর শোনেই, উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে,পুলিশের সাথে বাক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।এবং উত্তেজিত হয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে গেইট, বাউন্ডারি, ভাংচুর করে দুজন পুলিশ সদস্যকে আহত করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, ২৭ রাউন্ড ফাঁকা গুলি ও ২রাউন্ড টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করে। তাছাড়া ৫জন হামলা কারীকেউ আটক করেছে পুলিশ।
এব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন এ-র সততা নিশ্চিত করে বলেন,হামলা কারীর ৫জন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের প্রস্তুতি চলছে।
© দিন পরিবর্তন