নিজস্ব প্রতিবেদক
Published:28 Aug 2022, 07:06 PM
দুই চাকায় সারা দেশ ঘুরলেন সিয়ান
রুবেল মিয়া নাহিদ
হাসিন মেসবাহ সিয়ান। পড়াশুনা করছেন পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে। পড়াশোনা পাশাপাশি স্বপ্ন দেখলেন দেশ ভ্রমণ করার। ছোট বেলা থেকে ক্রীড়াঙ্গনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী জেদী সিয়ান-এর মনে একসময় সাইকেল রাইডিং-এর ইচ্ছা জাগে। শুরু থেকে প্রফেশনাল না হলেও একসাথে অনেকটা পথ পাড়ি দিতো সে। প্রায় সাইকেল নিয়ে পঞ্চগড় থেকে দিনাজপুর রংপুর যাত্রা করতো সে। সেই সূত্র ধরেই হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড় জেলায় বেড়ে ওঠা সিয়ান দেখে তেতুলিয়া টু টেকনাফ পাড়ি দেওয়ার স্বপ্ন।
তবে স্বপ্ন পূরণ হওয়ার পথটা মোটেও সহজ ছিল না। নিজের স্বপ্নটাকে শুরুতে কাউকে না জানিয়ে নিজেকে প্রস্তুত করতে শুরু করে সিয়ান। তার শারীরিক ব্যায়ামের জন্য তাকে দিনে ৮-৯ ঘণ্টা অব্ধি পরিশ্রম করতে হয়েছে শুরুতে। নিজের শারীরিক পরিশ্রম শেষে এবার পালা পরিবারের অনুমতি। কিন্তু পরিবার থেকে প্রথমে এতোটা পথ পাড়ি দিতে কিছুতেই রাজি হচ্ছিল না। পরবর্তীতে রাজি হয় পরিবার। সিয়ান পরিকল্পনা করতে থাকে যাওয়ার রোডম্যাপ। অবশেষে ৩ আগস্ট ২০২২ ভোর ৬-৩০ মিনিট থেকে শুরু হয় সিয়ান এর যাত্রা।
প্রথম দিন এর যাত্রা শেষে তেতুলিয়া থেকে ঠাকুরগাঁও পৌঁছায় সে। তারপর একাধারে ঠাকুরগাঁও-গাইবান্ধা,গাইবান্ধা-ঢাকা, ঢাকা টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু কক্সবাজার এবং সর্বশেষ এ কক্সবাজার টু টেকনাফ এ গিয়ে গন্তব্য শেষ হয় তার। বড় বড় সড়কে সাইকেল চালিয়ে একা একটি ছেলের এগিয়ে যাওয়ার পথটা মোটেও সুগম ছিল না। মহাসড়কের বড় বড় বাস ট্রাকগুলোর সামনে একা সিয়ানের সাইকেলকে পিপড়া মনে করতো চালকরা। কোথাও কোথাও টানা ২০-৩০ কি. মি. কোনো দোকানপাট ছিল না। যাত্রাপথে সাইকেল নষ্ট হয়ে যাওয়া, ছিনতাইকারীর আক্রমণসহ নানা বিপর্যয় রুখতে পারেনি অদম্য সিয়ানকে। হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড় জেলা থেকে সর্বপ্রথম শোক থেকে শক্তি ছড়িয়ে দিতে শোকের মাস আগস্টে একাই সিয়ান ছুটে চলে তেতুলিয়া থেকে টেকনাফের পথে। টেকনাফ ০ পয়েন্ট এ পৌঁছানোর পর সিয়াম জানায়, কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে ম্যারিনড্রাইভ রোডটিতে একপাশের সাগরের হাওয়া ও পাহাড়ের মুগ্ধতা আমার সকল ক্লান্তিতে নিমিষেই দূর করে দেয়। পরিশেষে যখন দেখা মেলে আমার গন্তব্য টেকনাফ ০ পয়েন্ট, সেই সময় চোখে পানি চলে আসে আমার। এতোটা পথ পাড়ি দিয়ে শরীরের ওপর যে চাপ সৃষ্টি করে ছিলাম তা যেনো আমার গন্তব্যের কাছে এসে নিমিষেই ম্লান হয়ে গেলো। আমার মনে হতে লাগলো হ্যাঁ আমি পেরেছি। সিয়ামের এই সাইক্লিং-এর উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শোক হতে শক্তিতে অদম্য বাংলাদেশ’ এই স্লোগানে উজ্জীবিত হয়ে সাইক্লিং করা।
তাই সে তেতুলিয়া টু টেকনাফ সাইক্লিং করতে করতে পথিমধ্যে ছোট ছোট বাচ্চা ছিল তাদের ৫-১০ মিনিট ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নির্মমভাবে হত্যাকাণ্ডের সেই গল্পটা তুলে ধরেন।
© দিন পরিবর্তন