logo

দুর্গাপুরে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি

Published:02 Mar 2024, 05:21 PM

দুর্গাপুরে সংবাদ সম্মেলন


দুর্গাপুর (নেত্রকোনা) :

নেত্রকোনার দুর্গাপুরে মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী (১৪) কে দিয়ে অপর শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করে এক পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে। উপজেলার নলজোড়া গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্যরা এমন দাবি করেছেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীর পিতা কাজল মিয়া ও এলাকাবাসী।

কাজল মিয়া তার বক্তব্যে বলেন, আমার ছেলে মো. জুবায়ের হোসেন (১৬) দুর্গাপুর পৌরশহরের তেরীবাজার মাদ্রাসার হেদায়েতুন্নাহু শ্রেনির শিক্ষার্থী। আমি ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালাই। আমাকে হয়রানী করার জন্য নলজোড়া গ্রামের বাসিন্দা মৃত নজরুল ইসলামের ১৪ বছর বয়সী শিশু খাদিজাকে দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নেত্রকোনায় এক মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী হিসেবে জান্নাতুল (২২) পিতা কাজল মিয়া অর্থাৎ আমার নাম উল্লেখ করা হয়েছে কিন্তু জান্নাতুল নামে আমার কোনো ছেলে নেই এবং মামলায় যে ৫ জন সাক্ষির নাম দেয়া হয়েছে তার মধ্যে দুইজন সাক্ষি এব্যপারে কিছুই জানেন না বলে এফিডেভিটও করেছেন।

ওই মামলায় উল্লেখিত তথ্য তুলে ধরে কাজল মিয়া বলেন, আমার ছেলে গত ১৭ জানুয়ারি রাত ৭টার দিকে ওই এলাকার এক জঙ্গলে নিয়ে খাদিজাকে ধর্ষণ করেছে। যাহা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমি এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি চাই।

এ সময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম, এলাকাবাসী মো. জামাল উদ্দিন, মো. জিয়াউর রহমান, মো. কাজল মিয়া, মো. মিলন মিয়া, মো. আব্দুল গণি,মো. মোবারক হোসেন,আব্দুর রব, মো. রিপন মিয়া, হুমায়ুন কবীর, ফজলুর রহমান সহ অধশতাধিক গ্রামবাসী।



© দিন পরিবর্তন