প্রতিনিধি
Published:20 Oct 2023, 06:11 PM
দুর্গোউৎসবে নিরাপত্তা সম্পৃতীর নজির
আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো,
শুক্রবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পরিস্কার, পরিচ্ছন্ন, পরিপাটি পরিবেশ দেখাগেছে সবকটি পূজামন্ডপ। জেলা পুলিশ, প্রশাসন, র্যা ব, সিটি কর্পোরেশন, বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃবৃদ্ধসহ সনাতন ধর্মের শীর্ষ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে এ যাবৎকালের সব রেকর্ড।
সনাতন ধর্মালম্বীদের এই দুর্গোসবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অসংখ্য মুসলিম ধর্মের লোকজনকেও সরাসরি যুক্ত হতে দেখা গেছে। হিন্দু মুসলমানদের অংশগ্রহনে সার্বজনীন সামাজিক উৎসবে লক্ষ করা গেছে এই দুর্গোউৎসবে। এই দুর্গোউৎসবে অনেকটাই স্পষ্ট হলো সম্পৃতীর দেশ বাংলাদেশ।
এই দেশে সব ধর্মই স্বাধীন সমান অধিকার। নগরী ছাড়াও গফরগাঁও,ত্রিশাল,ভালুকা,মুক্তাগাছা,হালুয়াঘাটসহ জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখাগেছে মন্ডপের ভিতরে ও বাহিরে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে পুলিশ। জরুরীভাবে পুলিশি সেবা পেতে ৯৯৯সহ সংশ্লিষ্ট থানা ও জেলা পুলিশের নাম্বারও জনসাধারনকে জানান দিতে দেখা গেছে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও কোতোয়ালী মডেল থানা পুলিশের বেশ কয়েকটি টিমকেও পূজামন্ডপসহ নগরির গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সার্বক্ষনিক টহল দিতে দেখা গেছে। বসে নেই জেলা পুলিশ সুপার এসপি মাছুম আহম্মেদ ভুঞা তিনিও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদেরকে নিয়ে মাঠে নেমেছেন। মন্ডপে মন্ডপে গিয়ে খোজ খবর নিচ্ছেন। জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের দুর্গাপুজায় সর্বাত্তক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়েছেন এসপি মাছুম আহম্মে ভুঞা।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী জানান মসিক মেয়র ইকরামুল হক টিটু মহোদয় সার্বক্ষনিক সজাগ দৃষ্টি ও দিক নির্দেশনায় নগরীর সবকটি পূজামন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রতিমা বিসর্জন যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয় তারও ব্যবস্থা করা হয়েছে। বিসর্জন ঘাটের মাটি প্রস্তুতি, প্যান্ডেল নির্মাণ, সিকিউরিটি বুথ স্থাপনসহ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ টয়লেট নির্মাণ, মেডিকেল বুথ স্থাপন সহ যা যা প্রয়োজন সবই করা হয়েছে। দুর্গোৎসবকে উৎসবমুখর ও আনন্দঘন করতে প্রতিবারই সবাইকে সাথে নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উৎসব উদযাপনে নাগরিকদের পাশে থাকবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্বক সহায়তা উপহারও দেয়া হচ্ছে প্রতিটি মন্ডপে।
স্বর্গলোকের কৈলাসের স্বামীর ঘর থেকে দেবী দুর্গা ফিরে এসেছেন এই ধরণীতে তার বাবার বাড়িতে। গত বছর তিনি এসেছিলেন হাতির উপর চড়ে। ৫দিন পর আবার দেবী দুর্গা স্বামীর বাড়ি ফিরেছিলেন নৌকায় করে। এবার তিনি এসেছেন ঘোড়ায় করে। ৫দিন পর স্বর্গলোকের কৈলাসের স্বামীর ঘরে দেবী দুর্গা ফিরে যাবেন ঘোড়ায় চড়ে।
ময়মনসিংহ জেলায় মোট ৮শতাধিক পুজা মন্ডপে উৎযাপিত হতে যাচ্ছে ৫দিন ব্যাপী দুর্গোৎসব। শুক্রবার প্রথম দিনেই দলমত ধর্ম,বর্ণ পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে পুজামন্ডপগুলোতে দেখাগেছে দর্শনার্থীদের ভীড়।
© দিন পরিবর্তন