logo

দেশে ৫৫,৮৩, ৫০৭ জন করোনা টিকা নিয়েছেন

দিন পরিবর্তন ডেস্ক

Published:30 Apr 2021, 06:43 AM

দেশে ৫৫,৮৩, ৫০৭ জন করোনা টিকা নিয়েছেন


দেশে এ পর্যন্ত ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এরমধ্যে ৩৪ লাখ ৬২ হাজার ৫৬৯ জন পুরুষ এবং ২১ লাখ ২০ হাজার ৯৩৮ জন নারী রয়েছেন।

এদিকে টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। আজ ৬০ হাজার ৫২৮ জন পুরুষ ও ২০ হাজার ৭৯৫ জন নারীসহ ৮১ হাজার ৩২৩ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১৪ হাজার ৮০৪ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৯ হাজার ২৭৮ এবং নারী ৫ হাজার ৫২৬ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৭ লাখ ২৫ হাজার ৯১২ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ৭৬ হাজার ৮৮০ জন। ঢাকা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৭ হাজার ৯৭০ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ১৪ হাজার ৪৬৩ জন।

ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭০১ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১ হাজার ১২২ জন। চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ২৮ হাজার ৬০২ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৭ হাজার ৮৯৩ জন। রাজশাহী বিভাগে ৬ লাখ ৩৯ হাজার ৮৮০ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৫ হাজার ২৭৭ জন। রংপুর বিভাগে ৫ লাখ ৭৪ হাজার ৩৫৯ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৭ হাজার ৯৬৫ জন। খুলনা বিভাগে ৭ লাখ ৫ হাজার ৮০৩ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৯ হাজার ১০১ জন। বরিশাল বিভাগে ২ লাখ ৪১ হাজার ১৭৪ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩ হাজার ৩৬০ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ৯০ হাজার ৭৬ জন, এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৫ হাজার ৬৭ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর আজ থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।

দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।



© দিন পরিবর্তন